এক নদী রক্ত দানে অর্জিত বাংলার স্বাধীনতা
লিখে গেলে স্বর্ণাক্ষরে বীর সূর্যসেনার কথা।
একাত্তরের জয়-পতাকা মুক্তিযোদ্ধার শক্ত হাতে
'জয় বাংলা'শ্লোগান ছিল সব বাঙালির  মুখে-মুখে।
বিশ্ব পেল নূতন দেশ,আমার সোনার বাংলাদেশ
রক্তলেখায় ইতিহাস গড়ে বাঙালী লক্ষ ত্রিশ
দু'লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া স্বাধীনতা
গেয়েছিল মানবতার জয়, ধর্ম নির্বিশেষে জনতার একতা।
বঙ্গ সন্তানেরা কভু হতে দেবে না তা ধুলায় মিশতে
প্রয়োজনে কোটি প্রাণ হবে বলী,দেশমাতার মান বাঁচাতে।
বঙ্গজননী, তোমার চরণ ছুঁয়ে সন্তানের এই অঙ্গীকার
হাসবে দেশের সব কোণ, গৌরবান্বিত হবে বাংলা আবার।
ক্ষণিকের তরে এ আবৃষ্ট কালিমা,হবে শীঘ্রই বিলুপ্ত
চোখের জলে হবে না আর রূপসী বাংলাদেশ সিক্ত।
ষোলো কোটি বঙ্গসন্তান তব, উঠবে যখন জেগে
বিশ্ব মাঝে উচ্চাসন আসবে তোমার তরে দ্রুত বেগে।