ভারতমাতার সূর্য সন্তান
    'রিও'র পথে হও আগুয়ান
           তেরাঙার করো  বিজয় উত্থান
              উৎসবে মাতাও মোদের হিন্দুস্থান।
              
                জয়ের খিদে সমুখে রেখে
          লড়াই আজ ব্রাজিলীয় রণভূমিতে
জিনিবারে জগত সম্মান,দেশমাতার সন্তানগন
লড়তে হবে মরণপণ; জেনো,দেশবাসী সাথে অনুক্ষণ।
            
          নয়তো শুধু অলেম্পিকের আগমন
          রণহুংকারে অগ্নিপরীক্ষার আহ্বান--
    বুকভরা শপথ নিয়ে, দেশমাতার পদ ছুঁয়ে
হোক তোমাদের অঙ্গীকার,তেরাঙা উড়ুক বারবার।


              ধর হাল সুকঠিন বজ্রমুষ্টিতে,
          চালাও বিজয়রথ, দুর্নিবার গতিতে
     অর্জুনের গাণ্ডীবের পরীক্ষার হোক উত্তরণ;
ব্রহ্মভেদী বাণে মৎস্য চক্ষু ভেদন;অভীষ্ট সাধন।


      লিখো যাও  জয়ের ইতিহাস স্বর্ণাক্ষরে
দেশবাসী পূজবে তোমাদের যুগ-যুগান্তর ধরে।
আগত ভারতশিশুরা হবে অগ্রগামী,
                              প্রাণবন্ত উদ্যমী সত্যকামী
দিগন্তে ছোটাবে শান্তির রথ,
                         কুসুমদলে সজ্জিত যাত্রাপথ।


ধ্যানচাঁদের হকির লাঠি যেমনে করেছিল বিশ্বজয়
চীনামাটিতে অভিনবের অভিনবত্ব জ্বলেছিল স্বর্ণশিখায়
খোদিত করো নিজ নিজ স্বর্ণজয়, করো অক্ষয়।
  
পবিত্র অরুন্ধতীর অরুণিমায় করে অগ্নিস্নান
লড়ে যাও সেইক্ষণ, যতক্ষণ দেহে আছে জান
সাজাও সাজাও সোনালি আলোয় এ জন্মস্থান
     এসো সবাই,এক সাথে গাহি মোরা গান
       ভারতজননীর  বিজয়-গাঁথার জয়গান
            'বন্দে মাতরম', 'বন্দে মাতরম'।
                    সর্বসুখম, সর্বশুভম।।