হারাতে চাই না, বন্ধু তোমাকে
হারাতে চাই না আমি
হারতেও যদি হয়, হেরে যাবো, তবু----
হারাতে চাই না আমি।


জীবনে চলার পথে,
পেয়েছি তোমায় সাথে
তোমায় ছাড়া ভালবাসবো কাকে?
এক সাথে দিবো পাড়ি নদী বাঁকে।
হারাতে চাই না আমি,তোমাকে।


মেঘলা ছায়ার আঁধার,যাবে কেটে ক্ষণিকে
উঠবে চাঁদ আবার বাঁশ বাগানের ফাঁকে
সংগ্রামী জীবনের চড়াই উৎরাই
দেখবে একদিন আলোর রোশনাই
পথ চেয়ে বসে আছি, আমি তাই----


হারাতে চাই না তোমাকে, বন্ধু---
হবো জয়ী একদিন আমরা
হোক না চলার পথ, কণ্টক ঘেরা
আসুক না ধূলিঝড়, মরুঝঞ্ঝা
দামাল হাওয়ার সাথে লড়ে যাবো পাঞ্জা
লড়ে যাবো যতক্ষণ দেহে আছে শ্বাস
আসবে বিজয় মুকুট, এ আমার দৃঢ় বিশ্বাস।


সোপানের সাথে মেলায়ে সোপান
সম্মুখ ধাবে আমাদের রণযান---
ঔ দেখো, কেটে গেছে অন্ধকার ম্লান
এসো মোরা একসাথে করি গঙ্গাস্নান।
ভৈরবী সুরাজের দেখা পূরব দিগন্তে
পূরবী সুরে বাজায় বাঁশি, কে যেন একান্তে।
হারাতে চাই না, বন্ধু তোমাকে ----


রচনাকাল :১৯.০৮.২০১৬@দুবাই
কপিরাইট সংরক্ষিত।