বাংলা আমার জগত-মাতা,
                       বাংলা আমার বিশ্ব-পিতা
বাংলা আমার পুত্রী-পুত্র,
                         বাংলা আমার বন্ধু-মিত্র।
                            
বাংলা আমার আর্যতীর্থ,  
                      বাংলা আমার বেহেশত।
বাংলা আমার স্বপ্ন রঙিন,
                     ভিতর-বাহির-অন্তরীণ।


বাংলা আমার চাওয়া-পাওয়া
                    প্রণয়-ভালবাসা,জীবন-মরণ।
বাংলা আমার শক্তি-উৎসধারা
                   ভূত-বর্তমান ভাবী স্মৃতিচারণ।
                              
বাংলা আমার গঙ্গাজল,
                  দুপুর-বিকাল, সন্ধ্যা-সকাল
শত জীবনের সাধনার ফল
                 আমার ইহকাল আর পরকাল।


বাংলা আমার দীপ্ত কণ্ঠ
               আমার স্বাধীনতা, সবুজ দিগন্ত।
বাংলা আমার ঋতু-বসন্ত;
            চিন্তাধারা অসীম অনাদি অনন্ত।


বাংলা আমার সুনীল আকাশ
                    হিমেল হাওয়া শীতল বাতাস।
বাংলা আমার বসন্ত-পলাশ,
                     শুভ্র হিল্লোলিত শারদ-কাশ।


বাংলার পথ আলো ঘেরা
                     উজ্জ্বল উন্মুক্ত বাঁধনহারা।
বাংলা আমার শ্রাবণ বারিধারা
                  মন-উদাসী বাউলের একতারা।


বাংলা আমার জয় গান
                 বাংলা আমার প্রাণের প্রাণ।
বাংলা তোমায় ভালবাসি
                   তোমার প্রেমেই বেঁচে আছি।


রচনাকাল: ২৬.০৮.২০১৬@ দুবাই,
কপিরাইট সংরক্ষিত।