" বুদ্ধির্জ্ঞানমসম্মোহ: ক্ষমা সত্যং দম: শম:।
সুখং দু:খং ভবোভাবো ভয়ং চাভয়মেব চ।। ৪
অহিংসা সমতা তুষ্টিস্তোপ দানং যশোযশ:।
ভবন্তি ভাবা ভূতনাং মত্ত এব পৃথগ্বিধা:।। ৫"★


অনন্ত শৌর্যবীর্য গূঢ় বিদ্যা-বুদ্ধি-জ্ঞান সম্মোহ
গিরিমালা, নদীনালা,পাহাড়-সমুদ্র তোমাতেই নিহিত
রোগ-ক্ষয়-জরা, জীবন-মৃত্যু,নাহি কিছু অজ্ঞাত
দান-যশ, অহিংসা সমতা রূপগুনে মধুর বৈচিত্র্য
হাসি-কান্না, দু:খ-সুখের মিলন তীর্থ তোমারই নিমিত্ত।
ইন্দ্রিয়-অন্তরিন্দ্রিয়ের সংযম সাধন,প্রেমকণার বীজ বপন
ফুল্ল কুসুমে সুশোভিত পত্রপল্লবে বসন্ত সমীরণ
ভক্তবৎসল অনাথের নাথ তুমি,গোপনের গোপন।
রামধনুর আলোকমালা, দিবা-রাত্র সৃজিত তোমারই কারণ।
আপনকে কেন তবু রাখে ঢেকে অভেদ্য মায়াবী আস্তরণ!?
জানি,জানি: তোমারই কৃপাতে হইবে মোর উত্তরণ!
নিকষ জীবনে আসিবে একদিন প্রেমের অনুরণন!
স্ব-উল্লাসে মধুপ গুঞ্জরিবে,ভ্রমিবে সুরনদীর কানন।
একাত্ম বোধিক জীবাত্মিক পরমাত্মিক অনিন্দ্য মহামিলন।


★ গীতার দশম অধ্যায় থেকে গৃহীত।


রচনাকাল : ১৬ই সেপ্টেম্বর,২০১৬: রাত, ৯: ৫৫ মি: @দুবাই, কপিরাইট সংরক্ষিত।