আজও আমি খুঁজি তাঁরে
দেখিবারে চাই যাঁরে, নয়ন ভরে
কোন সে পূরাকালে? জনম তার নীলাচলে
চলা পথ আপন বিহ্বলে
অনন্তের সন্ধানে----


ছুটে ছুটে যাই,
বাহিরপানে চাই
নিশুতির অন্ধকারে---
আপনি জড়াই কার প্রেমহীন বাহুডোরে!


অজ্ঞাত পরিসরে ডুবে যাই অতল সমুদ্রে!
নীল নীল নীলাকার
সমুদ্রের জলে খেলা চলে ঝিনুকমালার
রজনীকান্ত শোভায় শোভিত চিকন বালুকার।


ঝাঁক ঝাঁক শঙ্খচিল
গগন মাঝে ওড়ে অনাবিল
মুক্তির স্বাদে, আপন কশরতে
সশব্দে সরবে--
মিলায় ডানা, কে করিবে মানা?
বাঁধাহীন সুনীল আকাশের বুকে
তৃপ্তির সুখে।


উড়ছে ওরা মুক্তমনে
সঙ্গিনীর সনে;
নেই কোন ভীরুতা,নির্মোহ নিশ্চিন্তা
বালুকাতটে।


কিন্তু এক অবরুদ্ধ মনের পসার সাজায়ে
করে যাই নিষ্ফল বেঁচা-কেনা
জানতে চেয়েছিলুম যাঁরে,
সে যে রয়ে গেল অজানা!
ব্যর্থ আমি,
পেলুম না আজও মনের ঠিকানা!


রচনাকাল: ১৪.১০.২০১৬ @ পুরীর হোটেল, ওড়িশা। কপিরাইট সংরক্ষিত।