কবিতা,তুমিই  আমার প্রথম প্রণয় ,
             তুমিই তো  আমার শেষ----
   তোমার বরণমালায় সুদেহ কান্তিময়
    তুমি আমার প্রেয়সীর রসসিক্ত কেশ!
    
কবিতা, তুমিই আমার কিশলয়ী স্বপন জোড়া
আমার অভিমানী রেসকোর্সের কালোঘোড়া
সবুজ গাঁয়ের শ্যামল কোমল কদলী পাতা
        দেশ-মাটির হৃষ্টপুষ্ট সজনেডাঁটা!


কবিতা,তুমিই আমার আউশ-আমন ধান ক্ষেত
          বাক্যমালার বিরামচিহ্ন, পূর্ণচ্ছেদ!
   জাগ্রত মন-কামানার একমাত্র অভিপ্রেত
    তোমার রসেই সিক্ত হৃদয়, পূর্ণ মনঃখেদ!
    
  কবিতা,তুমিই আমার চাল ঢেঁকিছাঁটা
  পুজ্যসামগ্রী, ধুপধুনা আর শ্বেত-চন্দন বাটা
  তোমার ভাবনায় ফুলে ওঠে মোর বুকের পাটা
  আমার তুমি রাজ-মুকট,মণিমাণিক্য, স্বর্ণলতা!

কবিতা,তুমিই আমার পৌষসংক্রান্তি;পুলীপিঠা
         খেজুর রসের বানানো মিঠা।
অতৃপ্ত পথিকবরের অন্তহীন পথছোটা
         নৌকাবিলাসীর সাধের বৈঠা!
    
কবিতা, তুমিই আমার অভিলষিত যৌবন
প্রথম প্রেমিকার ওষ্ঠস্পর্শিত  প্রণয়  চুম্বন!
কবিতা,তোমার মাঝেই খুঁজি জীবনের মউবন
  লিখতে পারি না তোমায়,
                        কেন তুমি এতো গোপন!
                        
  আজীবন ছুঁয়ে যেতে চাই তোমার স্পর্শন
               আমারি প্রেমের রশ্মিতে,
  সব কিছু দিব তোমায়,       চাও যদি নিতে।
  তুমি আমার "তুমি কে গো!"; রয়েছো সদা জাগ্রত
                              - আমার ও ভুবন পারে।


  বাঁধব তোমায় কী বাঁধনে
                                      অতীব সন্তর্পণে!
                                        
পরশ তোমার লাগে মনে,গোপনে গোপনে।
প্রেমের দোলায় নাচব আমি তোমার সনে
                    বল কেমনে?
   পথহারা পথিক আমি চলি যে আনমনে
   মৃগকস্তরীর সন্ধানে,  একাকী বিজনে!


কবিতা তুমি কোথায়? দাও না তোমার বুলি
নীরব চোখে দেখি পরাজয়,বিবর্ণতায় ছায় তুলি
তিলে তিলে আসে ক্ষয়,ধুলিময় বেদনার ঝুলি!
বিধুর হৃদয়;অপূরণ রয়ে গেল মনোবাসনাগুলি!!



রচনাকাল : ২৮.১০.২০১৬ @ দুবাই।
কপিরাইট সংরক্ষিত।