ক্ষুদ্র!ক্ষুদ্রানুভূতি, তাই নিয়ে ভাবি নিরবধি
নাহি ভালবাসার অনুরণন, নাহি মধুপ গুঞ্জন
শ্রান্ত তটিনী তটে, স্মৃতির চাঁদিমা পটে
নাহি হিসাবের ঘনঘটা, কী মিলিল হৃদ-পুটে...


উদাসী হৃদয়, কোন বা দেশে করিছে বিচরণ
শূন্যে কোথায় হারিয়ে যায়, কি বা খোঁজে মন
কাহার সহিত করে লুকোচুরি, মায়াবী আবরণে ঘিরি
বন বনানী ছাড়ি,পাড়ি দেয় বন্ধুর সমতল গিরি


দূর ওই নক্ষত্র ডাকিছে যেন,করিব আলাপন
আঁধেক ঘুমে স্বপনের ঘোরে শুনি সেই মধুর বচন
সূক্ষ্ম,সূক্ষ্মতম তবু স্পষ্ট, মুক্তির আলোক রেখা
কেবল মানস-তাপস বনে  অচিন্ত্য-স্বরূপ দেয় দেখা!!