বর্ণমালার হাতে ধরে হয়ছে শব্দ রচিত
বিশ্বের মাঝে পেয়েছি গান, কাব্য,অগণিত
নানা সুরলহমায় রসসৃষ্টি  যুগ যুগান্তর ধরে
শব্দ শক্তির প্রতীক, স্বীকৃত গবেষণাগারে।


অসীম শক্তিধর---শব্দ নানারূপী নানাপ্রকার
শব্দের জনম বিবরণী  কম্পাংকের  নির্ভর
কখনও হয় শ্রুত, কখনোবা যায় না শোনা
কল্পনা পল্লবিত হলেই নব শব্দের আনাগোনা!


সুশব্দ আর শব্দলয় করে চিত্তের আকর্ষণ
কুশব্দ, বিভ্রাটকারী শব্দ আনে শব্দ দূষণ
শব্দ ব্যবহারে সবাই হোক একান্ত আন্তরিক
সুশব্দ, কুশব্দ,দূষণকারী শব্দ জানুন ঠিক ঠিক।


প্রশান্তিময় শব্দসুষমায় হয়  শিশুর মনন গঠন
অপ্রয়োজনীয় আর শব্দ অপব্যবহার ডাকে মরণ!
শব্দ ব্যবহারে সবাই যেদিন হবে  সু-সচেতন
তবেই সুখ শান্তিতে কাটবে আমাদের সর্বক্ষণ।


প্রেম-চাকে পড়লে ঢিল, রসশব্দে সিক্ত নিখিল
বনমালীর বংশী বাদনে, মনে শান্তি অনাবিল!!
সারাজীবন খুঁজি আমি শব্দ আর শব্দের মিল
নৈশব্দের চাঁদনী রাতে হাসছে শশী খিলখিল!!


শ্রদ্ধার্ঘ্য: কবিতাটি আসরের কবি শ্রদ্ধেয় অনিরুদ্ধ বুলবুলের লেখা "শব্দ --জীবনে ও কবিতায়" এর পরিপ্রেক্ষিতে লেখা।


কবিতাটি শ্রদ্ধেয় কবি অনিরুদ্ধ বুলবুলকে উৎসর্গীকৃত।