আমি শহরের কাকতাড়ুয়া,
সভ্যতার ডাস্টবিন থেকে কাকদের তাড়িয়ে প্রতিনিয়ত
জীবন ধারণ করে চলছি।


সভ্য যুগের পথচারী নাক চেপে আমায় পাশ কাটিয়ে চলে যায়।


আমি অ-সভ্য, তাই উদরের আত্মচিৎকার সইতে না পেরে হাত বাড়িতে দেই অর্ধ গলিত আপেলের দিকে।


আমি যখন কাকদের সাথে প্রতিযোগিতায় মেতে উঠি
তখন সভ্যতার কিছু প্রতিফলন এসে বলে উঠে
এই পাগল যা এখন থেকে।