জানালা দিয়ে দেবদারু গাছের মাথায় সূর্য,
নরম আলোতে সাদা কুয়াশার মতো ওড়ে
দিনরাএির ভালোলাগা, ভালোবাসা।
তপ্ত, শ্রান্ত অবসাদ ভেসে আসে
হরিণের হৃদয়ের অতল থেকে।
তবুও তিস্তা
আর
হিমশীতল চোখের দৃষ্টি নিয়ে
ছায়াচ্ছন্ন গভীর দুপুর
বেঁচে থাকার কবিতা লেখে,
তিস্তার জন্যে।