আলোর দিকে ঝুঁকে যাওয়া গাছের
অভিমানে নুয়ে পড়া ডালের ছায়ায়
তিস্তা এবং আমি বন্দি।
এই ভালোবাসাটির জন্যে
ঝড়ে দুলে যাওয়া সময়ে
বিপদ এবং বসন্তের সন্ধি।


তিস্তার ফ্রেশ অক্সিজেন,
ত্বকের নিচে আনে কোলাজেন।
রাস্তা আজ আলোতে ফুলেতে ঢাকা
তোমার সঙ্গে কেবল হাঁটাটাই বাকি রাখা।