পাতা ঝরা সময়ে কবিতার পাতা ওড়ে
আকাশে, বাতাসে।
তিস্তা, মানে তুমি,
আর এই ভালোবাসা অবিনশ্বর,
বাদবাকি সবই বেকার, অকিঞ্চিৎকর।
তোমাকে জানানোর জন্যেই পাতাগুলো উড়ছে, উড়বে,
তুমিই জানো কোথায় রাখবে।
না হলে অসময়ের বৃষ্টির জলে ভিজছে, ভিজবে।
অনুভূতির কথা অনুভব করতে পারলে
সময়, অসময় এবং শুধু তুমিই সঠিক বুঝবে,
কেউ জানে না।