কাহিনীর অবশেষ ভাসে
অপরাহ্ণের শেষ আলোয়,
ঘোড়ার আকার নিয়ে
মেঘ ছুটে যায় দিগন্তে।
তিস্তা,
সব সমাপ্তি, অসমাপ্তির ঊর্ধ্বে।
এইসব আজেবাজে কল্পনার কোনো মানে নেই।


অলকানন্দা-চোখ
আর এই কাহিনীর প্রাণ বাস্তব,
তোমার জন্যে সরল, সাধারণ তার সারমর্ম,
সবসময়।
জটিল চেতনা, হৃদয়, মনে লাগুক অতলের ছোঁয়া।
শুধু তোমার কাছেই অবসান আমার সমস্ত চাওয়া পাওয়া।