বিষণ্ণতার পাথরে আটকে ছিল একটা ঝড়,
আকাশের কোনো কোণে।
পাথরটা ফাটার এবং তার পরিণামে
ঝোড়ো হাওয়া আসার কারণ শুধু তুমি,
তিস্তা।
ঝড়ের গতিবেগের সাথে উড়তে থাকা পাতার  
রেখার দিকে তাকিয়ে এই ভালোবাসা
বৃষ্টির প্রহর গুনেছে।
তারপর অনেকটা সময় বয়ে গিয়েছে,
আর কবিতার পাতা শীতল জলে সিঞ্চিত হয়েছে।  
যদিও এসব কোনোকিছুই আমার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত নয়,
কারণ,
নিম্নচাপের উৎসটা তোমার অলকানন্দা-চোখে
তুমিই আমাকে দেখিয়েছিলে।
কেউ জানে না।