ধ্রুবতারার মত
জন্মের ওপার থেকে
তোমার শরীরের আলো জ্বলে উঠল,
আর আমি
গহীন অন্ধকার থেকে সেই আলোতে
শূন্যের দিকে তাকিয়ে বললাম,
শুধু তোমাকেই চাই,
তিস্তা।


কালপুরুষের তরবারি অন্ধকার কেটে
ফিরিয়ে আনল শতাব্দীপ্রাচীন ভালোবাসা।


হিমযুগ নেমে আসার ঠিক আগে
শীতকিরণের আলোয়
তিস্তার শান্ত জলে তোমার শীতল ছবি,
ছায়াপথ জানে,
শুধু সেই জন্যেই এই কবিতা,
আর আমি তোমার কবি।


তারপর
হিমযুগ আসা বন্ধ হলো,
কেউ জানে না।