মোমবাতির গা বেয়ে ঝরে পড়ে মোম,
শিখার ওপরে বন্দী তিস্তা এবং আমি।


খারাপ বা ভালো কোনো সময়ই চিরস্থায়ী নয়।  
মোমবাতি একদিন জ্বলে শেষ হয়ে যায়,
রয়ে যায় স্তব্ধ মোমের স্তূপ।


এখন সেই জমে থাকা মোমের উপর
শীতল শিশির বিন্দুতে সকালের সূর্যরশ্মি,
আর আমার পৃথিবীতে সর্বময় শান্তির
প্রতিফলন তোমার চোখে।


"আমরা জানি এইসব কাহিনী"-
বলে গাছের পাতা দুলিয়ে
মৃদু বাতাস এলো, এবং
শিশিরবিন্দু মাটিতে পড়ে থাকা
একটি সুপ্ত বীজের ওপর ঝরে পড়ল।


তারপর
অঙ্কুরোদ্গম হলো,
এই নতুন পৃথিবীর আলো দেখে
ভালোবাসা আজ সত্যি খুশি হলো।