ফুল ফোটানোর দাবিতে 
সূর্যের দরবারে পড়ে থাকা,
সব কাজ বন্ধ করে দিন রাত 
কবিতার সন্ধানে ঘুরতে থাকা,
বিশ্বশুদ্ধ সবকিছু অগ্রাহ্য করে 
ভালোবাসার সামনে হাতজোড় করে থাকা,
রোজকার খবর থেকে দূরে গৃহবন্দী হয়ে 
আকাশের দিকে নির্বাক তাকিয়ে থাকা,
শূন্যতার হাতুড়ী দিয়ে পাথর ফাটিয়ে 
বদ্ধ নদীর মুখ খুলে দেয়া-
এসবই শুধু তোমার জন্যে।


সত্যিকারের ভালোবাসার কাছে 
জমা থাকল এই কাহিনী,
পাতা ঝরা পাতার দিস্তায়।
বেঁচে থাকা বেঁচে রইল ঝাউবনে,
তিস্তার সাথে হারিয়ে যাবার অপেক্ষায়।।