পাথরে বাতাসের দীর্ঘশ্বাস,
বালি এসে পরে বন্ধ চোখের পাতায়,
তোমার আমার।
শেষ বসন্তের উড়ে যাওয়া সবুজ পাতা,
হলুদ হয়ে ঝরে পরে হেমন্তের সন্ধ্যার
অস্ফুট চাঁদের আলোয়।
ডান হাত সূর্যের দিকে রেখে,
তিস্তার চোখের উত্তরে হেঁটে যাই সোজা,
আলোয় মাখা সিঁড়ি দিয়ে উপরের দিকে।
ধ্রুবতারা জানে,
আমার সব কথা ধ্রুব সত্য,
ছিল, আছে, থাকবে।