দৃষ্টিভ্রমের ফোয়ারায় পরিস্ফুটিত হয়ে,
নিজেকে রঙিন করে মেলে ধরে,
স্বপ্নময় দুনিয়ায় যায় সে রয়ে।
অন্যের অতি সাধারণ আচরণের মধ্যে,
নিজেকে অপাতমস্তক তার আসক্তির গন্ধে,
নিজের জীবন রচনা করে তার ভালোবাসার গদ্যে।


তবুও যায়না তাকে ছোঁয়া,
স্পর্শ করলে সবই যেন ধোঁয়া।
ভবনা ভ্রমে তার প্রতি অন্ধমায়া,
দেখতে গেলে কেমন যেন সবই ছায়া।