নিজের সমস্ত ঋণাত্মকতা কে বদ্ধ করে,
তোমার প্রতি রাখলাম বিশ্বাস।
তারপরও কি তুমি আমার আত্মতায়
ফেরাতে পারবে আশ্বাস?
আমি আছি সুদর্শন সারির অন্তে,
অপেক্ষরত হয়ে এলোমেলো হৃদয়ে,
পারবে কি তোমার আশ্বাসে এর আঁখি,
সব কালো ঘোচাতে ভালোবাসার উদয়ে।
জানি দ্বিধাগ্রস্ত কারন তুমি পরশ্রীকাতর,
আগমণের আগেই যাবে ক্ষয়ে,
আবার তাই মোড় মননে,
বিশ্বাসহীন হয়ে যাবে রয়ে।