কলম মোড় দুরন্ত,
ভোরের ন্যায় সাদা খাতায় মন উড়ন্ত।
এবং মস্তিষ্কের মধ্য অসংখ্য শব্দের আনাগোনা,
কিন্তু প্রবীণ শব্দের ভিড় সবই শোনা।
তবু পুরানো শব্দের ভিড় বাড়িয়ে,
এগিয়ে চলে কবিতা মোড় সবকিছু ছড়িয়ে।