নদীর নাম কর্ণফুলী
নৌকা চলে পাল তুলি।

ডাকে পাখি বুলবুলি
জীবন এখন বাগাডুলি।

দোয়া করুন দুই হাত তুলি
মান অভিমান সব ভুলি।

বন্ধু তুমি যেওনা ভুলি
নদীর জলে ফুটে ফুল লিলি।

জয়ী হব সবাই মিলি
নেই করমর্দন নেই কোলাকুলি
করোনা যাবে ধূলায় মিলি।