আমি থাকি বই এর পাতায় ,
কবির হৃদয়ের খাতায় ।
আমাকে লিখে কবি ,
আমি তার মনের ছবি ।
আমি ভাবের প্রকাশ ,
স্বপ্নের আকাশ ।
কখনও বিলাই প্রেম ,
কখনও বা হিংসা ।
কখনও থাকি রাজ প্রাসাদে,
কখনও বা মাটির ঘরে ।
কখনও রবি ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ আমি,
কখনও কাজী নজরুল কান্ডারী হুঁশিয়ার ।
যুদ্ধের মাঠে বোমা হয়ে ফাটি,
কৃষকের ঘামে ফুল হয়েও ফুঁটি ।
আমি কবির প্রতিবাদের ভাষা,জীবনের আশা ।
আমি মনের আগুন , হৃদয়ের ফাগুন ।
আমি রাজ পথের ভাষণ ,
হৃদয়ে পাতি আসন ।
কারও সুখে আমি হাসি ,
চোখের জলেও ভাসি ।
কারও স্বপ্ন আমি ,
কারও বা দুঃস্বপ্ন ।
আমাকে করে সাবাই পাঠ,
কেউ আরার করে শর্টকাট।
কখনও থাকি রাজ প্রাসাদে,
কখনও বা মাটির ঘরে ।
আমি থাকি বই এর পাতায় ,হৃদয়ের খাতায়,
আমি কবির ভাবের প্রকাশ ,স্বপ্নের আকাশ ।
আমি কবিতা , শুধু কবিতা
সবার বুকে নিরবে আঁকি বাংলা ছবিটা ।