বছর পেরিয়ে গেল....
কতদিন দেখিনাই তোমার সেই মায়াবী মুখ৷
আজও তো জানিনা,কোথায় আছো গো কেমন?
শুধু ভাবি যে ত্রকা তোমার অলিখিত কথা....
হঠাৎ সময়ের অলক্ষ্যে নিভে গেল আশাদ্বীপ
জ্বালিবে গো আবার কবে?_কোন জনমের নিশীথে?
আমার সাধের বাগানে,তুমি বসন্তের ফোটা গোলাপ কলি,
অকালে ঝরিয়া নিঃসঙ্গ করে গেলে চলি৷
জীবন মরুতে মম,ত্রক নিশীথের স্বপ্ন সম—
বৃস্টি হয়ে আসিয়া ত্র বুকে, ফিরে গেলে প্রিয়তম৷
তবু বৃস্টির সে জলে আজো বেঁচে আছে মরুর তৃণলতা,
হয়ত তারা চাহেনা আর মায়াবী বৃস্টি ধারা,হয়েছে সাথিহারা৷
যত ভাবি ভুলে যাব,তবু ভোলাতো গেলনা তোমায়',
গোলাপ বড় গরবী,হয়ত সে আজ ভুলেছে আমায়৷
তাই আমি আজ না ভুলিলেও ভুলিয়াছি সব,
জানি পাখি নেই ,তাই শুন্য খাঁচা আর করিবেনা কলরব৷
তুমি তো জান না প্রিয়ে,আমার পরানের কাছে—
তোমার মরা ভালোবাসা কতখানি জড়িয়ে আছে?
তবে অসিম করুণা তোমার, ভালো তো বেসেছ ত্রকবার!
ভুল তো আমারই ছিল,মেটাতে পারিনি তোমার আবদার,
ত্র জন্ম আমার বৃথা গেল হাহাকারে....
অতিথির মত ত্রসেছিলাম জীবনে তোমার
যেদিন আমি চলে যাব! ত্রই ব্যাথিত বিশ্ব হতে,
ফেলিও সেদিন শুধু ত্রক ফোঁটা জল,ওগো তোমার আঁখিপাতে৷
হয়ত সেদিন তোমার সম্মুখে আমি থাকিবনা আর—
তবে পুরাতন প্রেম,তোমার মাঝে জাগিবে গো আবার॥