রাত বারোটায়' ঘুমে ঢলে পড়ে চোখ,
তবু যেন সে কত এলমেল স্বপ্ন দেখে
এই নিরবতা,নিঃসঙ্গ মরুভূমিতে৷
কিন্তু সে স্বপ্নে যেন কত রঙিন ফুল ফুটেছে,
যদি তারা সত্যি থাকে পৃথিবীতে—
         তবে তারা এখন ঘুমোচ্ছে তারই মতো৷
তারা কি স্বপ্নে আমায় দেখেছে কোন দিন?
বাস্তবেও দেখেনি, তবে সেই দুটি চোখ...!
চোখ দুটি যেন রাত্রির নিরবতা কেড়েছে,
দিনের ভাবনাতেও সেই দুটি চোখ...!
তবে কে তুমি ? আকাশের মত শুভ্র নীল,
যাকে আন্দাজ করেও বোঝা যায় না—
                  কে তুমি?.....কে তুমি?
অঝোর শ্রাবনেও ঝরেনি সেই চোখে জল
শুস্ক হয়নি রৌদ্র বৈশাখীর ঝড় ঝাপ্টায়
হঠাৎ একদিন দেখলাম,সেই দুটি চোখ যেন আসছে,
নিবিড় অন্ধকার চারিধার.......
আমাকে বলছে, আমি দুঃখ পেয়েছি অনেক
ব্যাথায় ভরেছে এই নির্মল, স্বচ্ছ হ্রদয়—,
                     তাই আমি নির্মল, স্বচ্ছ....॥