তোমার গানের ভেলা.....
যতদিন ভাসিবে এ বাংলার বুকে
চির উন্মাদনায় রহিব বেঁচে বিরহের সুরে,
ওহে নজরুল, আমি পেয়েছি তোমারে৷
তুমি দেখিয়েছ বিশ্ব মাঝারে মানবতার মানুষ
"তুমি হিন্দু না মুসলিম,ওই জিঞ্জাসে কোন জন"?
শুধু গেয়েছ গান, জুড়িয়েছ প্রান৷
বাড়িয়েছ এ বাংলার মাঝে ঐক্যের মান,
তুমি তো বৃক্ষ যা ধরেছ একই বৃন্তে
বিশ্ব মায়ের সন্তান, হিন্দু—মুসলমান৷
আমি মানি নে কো ধর্ম আইন,
শুধু ভালোবাসি মানবতার মানুষ৷
বনের ঝরা গোলাপের মত তোমার সমাধি পরে
শুনি যে করুন বিলাপ...
নিরব বুলবুলি হয়ে শুনিতেছি মৌন প্রিয়ার গান,
মনে উঠিতেছে তাই বিরহের অভিমান৷
চোখের মণিতে যদি বিরহের জল না ঝরে!
তবে সে হ্রদয় মন্দিরে নাহি কোন প্রেম
রাস্তার বাঁকে বসন্তে ফোটা ফুল
তাই খুঁজিছে তোমায়,কোথা হে নজরুল॥॥