সেদিনও এসেছিলে ভাবনায় তুমি,
       বুকের পাঁজরে লুকানো ভালোবাসা অনুগামী ৷
তুমি সত্যি আসবে বলে—
   সাজিয়েছিলাম ঘর -- গোলাপ,পদ্ম,কৃষ্ণচুড়ায়
   ভরিয়েছিলাম খাতা -- গান,কবিতা আর, ভালোবাসার ছড়ায় ৷
তবে তুমি আর এলেনা -- ভালোবাসাও দিলেনা,
আজ তুমি জেনে রেখো—
ভালোবাসা নাইবা দিলে --  শুধু আমার ভালোবাসা দেখো ৷
         কিছুই চাইনা তোমার কাছে আমি,
         তাই কি হাঁসি মুখে ব্যাথা দিলে তুমি ?
জানি আমি -- জানি আসবেই তুমি -- ফিরে একদিন,
আমার মরণের আগে -- পরে, হয়ত কোনদিন ৷
        যদি ফিরে আসো গো আমার কাছে,
       দেখিবে সেদিন তোমার ভালোবাসা -- মরে পড়ে আছে ৷
অঝোর বৃস্টি হয় যদি সেই গহন রাতে—,
দেখিবে চাহিয়া -- সে বৃস্টি নয়, আকাশ কাঁন্দিছে আঁখিপাতে ৷
      তবে তুমি আর কেঁন্দোনা সেদিন—
      আসিবনা ফিরে আর, যারে ভালোবাসোনি কোনদিন ৷