জীবনের সব রঙ, সব হাসি
ভেসে গেল এক কান্নার স্রোতে
এর জন্যে কি আমিই দায়ী, তাই আজও খুঁজচ্ছি
এই মন পথিকের গন্তব্য স্থলের ঠিকানা ৷
আমি ভালোবেসেছি এক অনন্য অচেনাকে
অবশ্য সে আমায় ভালোবাসেনা ৷
একাকী তন্দ্রাহীন রাতে রয়েছি শুধুই মৌণ
কাউকে কিছু বলারও ছিলনা, শোনারও ছিলনা
এ অবস্থায় বাঁচি কি ভাবে ?
একদিন সামনে এসে সেই অচেনা প্রেম
বলেছিল, আমায় ভালোবাসো কেন ?
উত্তর ছিলনা তাও বললাম, তুমি সুন্দর বলে
কিন্তু সেই সুন্দর কি সত্যিই সুন্দর ছিল ?
ছিলনা নিশ্চই, তাই প্রকাশ পেলনা ৷
অবশেষে সে আমায় বললে —
আমি তোমায় ভালোবাসি, স্বতস্ফুর্ত ভাবেই
কিন্তু সেটা প্রেম ছিলনা হয়ত ভালোলাগা ৷
আর আমি হলাম তার একটি খেলার পুতুল
সে আমাকে তার মত নাচাত, আমিও নাচতাম
তবে সেই সুন্দরের কাছে আমার মন কোন ঠিকানা পেলনা ৷
ভুলের মাশুল দিতে তাকে ভালোবেসেছি,
আজ ভেঙ্গেছে খাঁচা তাই উড়ে গেছি অনেক দুরে ৷
হয়ত সে এখন দুঃখিত, সাধের পুতুলটি ভেঙ্গে যাওয়ায়
অনেক আঠা দিয়ে অনেক চেষ্টায় জোড়া দিয়েছে সে
পুতুল ঠিক হল, কিন্তু তাতে প্রাণ এলনা ৷
সে অভিমানী নয়, অপমানকেও প্রশ্বয় দেয়না
আমি তাকে মনে মনে বললাম —
আমার দিনের সৌন্দর্য পছন্দ নয়, যা সবার জন্যে
পছন্দ শুধু রাতের অন্ধকারে যা দিনের মত সুন্দর, উজ্জল
আমি তাকেই ভালোবাসি, সেটাই আমার ঠিকানা ৷