জীবনটা সমুদ্রের জলে ভেসে আছে
হিসেবটা নীল আকাশে টাঙ্গানো,
মাটি যেন পা দুটি গ্রাস করেছে,
চোখ দুটি ঘন কুয়াশার আড়াল থেকেই
বলল, দেখ না, মেঘ থেকে কি বৃস্টি নামছে?
মন বলল, আজ আমাবস্যা,
কবিতাটি ছন্দে ভুল,
উপন্যাসে নেই কমা,পূর্ণচ্ছেদ
গল্পটিতে মিলন হলনা ঠিক, তবে
চেনা মানুষটি হঠাৎ অচেনা হয়ে গেল ৷
অঙ্কটা সুত্রেই গড়া,
বিঞ্জানে শুধু নিউটন, আইনস্টাইনেরই মহড়া
ইতিহাস ট্র্যাজেডতে ভরা!
আর তুমি....?
একটা দীর্ঘদিনের পোড়া বাড়ি ৷