সখি! অন্ধ মনের কুঠরিতে দিয়েছ
দীপিত শলাকার ক্ষুদ্র বিশ্বাস ৷
উলঙ্গ প্রেম ! নেই তো তাতে
বিরহ বস্ত্রাধিকার, তবে কোন সে দর্পনে
আলুলায়িত কেশে অঙ্কিত ছবি
ঘন ঘন ছেড়েছে বিষাক্ত দীর্ঘশ্বাস ?


সখি! গোধূলির দ্বীপান্তরে গুরুগম্ভীরে গরজে
উঠেছে নিরব অভিমান ৷ আজ তুমি
নেই কাছে তবু তোমার সে কথা
বুকে বাজে অনুক্ষন ৷ মনে হয় শুধু
আছ কোথা দূরে, কোন সে সুদূরে,
কোন সে সাগরে এনেছ জোয়ার ?


সখি! হৃদি পল্লব, কেটেছে বাঁধন সে
কোন জনমের অভিশাপে ?
বহুদুর সাগরসংগম, স্বপ্ন বিধূর জলতরঙ্গ
হালভাঙ্গা তরী ডুবেছে সেখানে,
তবুও হৃদয়ের বিশ্বাসে অলক্ষ্যের দুরদেশে
চেয়েছি ক্ষুদ্র অনুকনাটির ভালোবাসা ৷