আবির তব চরণে #/(অনুরাধা চক্রবর্ত্তী।)


সারা কলকাতা আবির মাখছে,
             আবিরে রাঙ্গানো রাজ পথ _
আবির মাখবে সোনাঝুরি হাট,
              রং মাখবে মাঠ ঘাট।


আবির মেখেছে এ শরীর কেশ,
         রং মাখা মুখ, রঙিন বেশ,
রঙে রঙে নীল, সমুদ্র জল,
      সবুজ প্রকৃতি রঙিন ফল।


সব রঙ বৃথা তোমার ভূবনে ,
সব আলো মিছে, রবির কিরণে;
যদি রং দাও, তবে হবো রাঙা,
নয়তো যে রং, শুধু ভাঙা ভাঙা।


দোল উৎসব তবে হবে সেরা,
তুমি রং দেবে সারা ভূবনে ,
রঙে রঙে লাল, পলাশের ডাল,
মন যেতে চায় তব চরণে।।