অমর কবিতা #
আমার কবিতা চলেছে কাব্যের স্বর্ণরথে ভেসে,
সকল কবিতা রয়ে যাবে, এই জীবনেরও, শেষে।


এই পৃথিবীর সকল কবিতা, আজো হয়ে আছে অমর,
সকলে হারালো,নিজ নিজ নাম, করেছে যাঁরা সমর।


অসি কেটেনেয় মানুষের শির,মশি দেয় শিরোনাম,
অসিধারী কেউ, হয়নি অমর, প্রাণ নেওয়া যার কাম।
তাই চলো হাঁটি, কাব্যের পথে, কবিতারে লয়ে বুকে,
কবিতা কখনো প্রাণ চায়নাকো, কবিতাই রাখে সুখে।


রেখে যেতে হবে,এতো কাব্য,এতো রং মাখা স্রষ্টার ছবি,
প্রাণ চলেযাবে,শুধু রয়ে যাবে  অমর কবিতা,অমর কবি।।