"*আমি করুণার নই*/*অনুরাধা চক্রবর্ত্তী*"

যে ছেলেটি আমার স্বপ্নের প্যাটার্নে ফিট করে না—
সে যদি হঠাৎ বুকের গহ্বরে মুখ গুঁজে দেয়,
আমি কি ধ্বংস হবো?
নিজেকে হঠাৎ ছুঁয়ে ফেলবে প্রশ্নচিহ্নের মতো?

আমি অনেকবার ভেবেছি
কিন্তু স্পর্শে... সব ভাবনা ওলটপালট।
সে যখন পাগলের মতো
আমার ত্বককে ঈশ্বর বানায়
আমি — অস্বীকার করতে পারি না।
এই ছোঁয়া আমি চিনি,
এই গলিপথে অনেক কাঁটা লুকোনো থাকে।
আমি জানি,
স্পর্শ কখনো আদর নয়,
কখনো কেবল থেঁতো হয়ে যাওয়া মাংস।

ওদিকে—
আমার অনুভূতিতে বাস করা সেই ছেলেটি,
যে কথা কম বলে, দূরে চুপচাপ বসে থাকে—
সে আদর দিতে জানে,
কিন্তু দেয় না।

আমি কি বসে থাকবো, কবে সে স্পর্শ করবে বলে?
না, আমি এখন আর কারও করুণা হতে চাই না।
না প্রেম, না শরীর।

আমি কেবল চাই—
একটা পুনর্জন্ম ,
যেখানে আমাকে গড়া হবে ইচ্ছেতে,
করুণা বা অনুকম্পাতে নয়।