এই ভূ প্রান্তরে যতো আছে প্রাণ, মানব হোলো শ্রেষ্ঠ কৃতি/
নদী পর্বত সাগরমালা, আকাশ বাতাস গাছপালা, সবনিয়ে আমি প্রকৃতি ।/
মানব সৃষ্টির বহুআগে, আমি ছিলাম আছি থাকবো_
বন্ধু হয়ে,মাতা হয়ে, সকল প্রাণকে আগলে রাখবো।
বৃক্ষ আমার হাত, এই হাত দিয়ে তোমাদের দি উপহার আর ছায়া /
কিন্তু তোমরা দেখেও দেখনা, তরু দেয় কতো স্নেহ আর মায়া।/
সারা পৃথিবী জুড়ে বৃহৎ অর্থে আমি প্রকৃতি, আঞ্চলিক এ পরিবেশ বলে _ /
ঠাণ্ডা গরম, বৃষ্টি বাদল, হাওয়া চলাচল, সবই আমার কথায় চলে। /


তোমরা ডেকেছো আমার অসুখ, কাটছো বৃক্ষ, আমার হাত আমার কায়া _ /
ধীরে ধীরে আমি মৃতপ্রায়, প্রবল দহনে তোমরাও পাবেনা স্নিগ্ধ ছায়া। /
পৃথিবীতে যদি বাঁচতে চাও, বাঁচো আমার কোলে _
"গাছ লাগান, প্রাণ বাঁচান "স্লোগানটা সত্যি করো, জনে জনে বোলে। /
মিথ্যে কেবল মোহের বশে, অর্থের মোহে ছুটে _
এগিয়েচলেছ ধ্বংসের পথে, অরন্য ও নেবে লুটে??
যদি চাও প্রাণ, ফিরে এসো তবে, প্রকৃতি বাঁচাও তোমাদেরই ভবে, /
বৃক্ষরোপন, অরণ্যসৃজন, নদী জলাশয় করোগো খনন, আবার বাঁচবে তবে। /
কোরোনাকো ক্ষতি আর অবহেলা, পরিবেশ বিকৃতি,
মণেরেখো তোমাদের সাথে, মিলে মিশে আছি, আমি প্রকৃতি।।


(৫ঐ জুন,২০২৩/ কলকাতা। বিশ্ব পরিবেশ দিবস কে মনে করে)