# অরণ্যের প্রতি #
আজ এসেছি নতুন কোরে তোমার কোলে,                            
    তোমার সবুজ নতুন করে আনলো আলো,
বইলো প্রাণে সবুজের প্রেম,
    নতুন করে, নব ভোরে।।
      
  


তোমার বৃক্ষ দাঁড়িয়ে আছে ঋজু হয়ে
      আকাশ পানে,
বলছে জেনো, বাঁচো আমার মতো সোজা হয়ে
      চেয়ে দেখো আমার পানে।


তোমার সবুজ গাছের পাতায়, শিখি আমি সরলতা
            আর শিখেছি বাঁচার কথা,
লড়াই করে বাঁচতে গিয়ে, তৃণ হারায় সবুজ বর্ণ,
            ছুঁয়ে নিলাম ঘাসের ব্যাথা।


তোমার টানে শহর ছেড়ে,
         আসছে সবাই, ধীরে ধীরে,
তোমার আকাশ, তোমার বাতাস
রাখুক ওদের ঘিরে ঘিরে।।


কথা দিলাম মা অরনি!
আজকের এই নব ভোরে,
বার বার আসবো ফিরে,
শান্তি সুধা ঝরাও শিরে।।


(৮/১/২৪/ডুয়ার্স এর গরুমারা অরণ্যে লেখা।)