বর্ষা বন্দনা /অনুরাধা চক্রবর্ত্তী।


এসো মেঘ, ঢেকে দাও আকাশ,
ক্লান্তির মাঝে একটুকরো ঘুম হোক।
ঝমঝমিয়ে নামো তুমি,
পৃথিবীকে ভিজিয়ে ভোলাও শোক।

পাতার দেহে বৃষ্টির চুমু,
কাঁপে নদী, জেগে ওঠে মাঠ।
কৃষকের চোখে আশার আলো,
ধরণী পায় নতুন পাঠ।

পলাশের ডালে জলের ঝরনায়,
শুনি নতুন পাখির সুর।
নিসর্গের গায়ে স্নিগ্ধ স্নান,
ধুয়ে ফেলে সব করে দূর।

ছায়াঘন বন পেরিয়ে আসে,
সুরেলা এক ডাক—
বর্ষা বলে, "এসো আমার সাথে ,
ভেজো প্রাণ, ধূসর ভেঙে যাক।"

এসো প্রেমে, এসো স্রষ্টায়,
এসো রৌদ্রের ক্লান্তি ভেঙে—
বর্ষা, তুমি শুধুই বৃষ্টি নও,
তোমার ছোঁয়ায় প্রাণ উঠলো রেঙে।।