আমায় ভুলে কেমন আছো তুমি?
বৃক্ষ যেমন ভালো থাকে, ক্ষয়ে গেলে ভূমি।।


ভুলে যাওয়া একটি অসুখ, আলজাইমা নাম,
সকল স্মৃতি ভুলিয়ে দেওয়াই, এটির সিমটম ।।


নদীও কি উৎস ভোলে, সাগর মাঝে এসে ?
ভুলে যাওয়াই অনেক কঠিন, ফেনার মাঝে ভেসে।


পাখি যেমন যায়না ভুলে আপন আপন নীড়,
শিশু যেমন মাকেই খোঁজে, থাকনা হাজার ভিড়,
তেমনি আমায় মনেই রেখো, শতকাজের মাঝে ;
আমারই সুর অহর্নিশি যেনো তোমার বুকে বাজে।।


হাজার ভিড়েও আমার স্পর্শ আমার লেখায় পাবে,
এক জীবনে আমায় ভুলে, কতইবা দূর যাবে?
মেঘ পারেনা ভুলতে আকাশ, বৃষ্টি মাঝে ঝরে,
ঐ জল তাই বাষ্প হয়ে, আকাশ পানে সরে।


ছোট্ট জীবন,অনেক আশা, থাকুক বুকে স্বপ্ন আশা,
অনেক অনেক স্বপ্ন নিয়ে , বেঁচে থাকুক ভালোবাসা।