বন্ধু থাকা খুব প্রয়োজন, বন্ধু ভীষন দামী  _
তুমিও পারো বন্ধু হতে, চাইনা অনেক নামী।
কিন্তু কথা বলতে হবে, এটাই রইলো শর্ত  _
কাজের মাঝেও একটু কথা নাহলে, বন্ধুর নেই অর্থ।

বন্ধুর ডাকে গীতাঞ্জলি, কফি শপে ছোটা _
বন্ধুর সাথে গল্পের মাঝে,পাতি এগরোল খাই গোটা
বন্ধুর রাগে, আমিও ক্রুদ্ধ, সারা মুখ ভাসে ঘামে _
জন্মদিনের ভালোবাসা,বন্ধু পাঠালো  খামে ।


বন্ধুর ডাকে নন্দন, হাউসফুল হলে
ফিশফিশ কোরে বন্ধুর সাথে তবুও কথা চলে।


বন্ধুর সাথে গল্পের মাঝে,কতোযে গল্প আসে, বন্ধুর সাথে শীতের বিকেল, কতো স্বপ্নই ভাসে।


বন্ধুর ফোনে পূজোর প্ল্যানিং, গল্পে পূজোর ঢাক,
পূজোর খাওয়া,লেট নাইট, বা প্রতিযোগিতার শাঁখ


বন্ধুর খেয়াল, হঠাৎ করেই, স্ট্রেট করবে চুল। _
অনেক বারণ,শুনলনা তবু, জানি এটা মস্ত বড় ভুল।


বন্ধুর টানে খালিপায়ে নামা, সুন্দরবনের পাঁকে
বন্ধুর নামে কতো মুহূর্ত, থেমে আছে আজও বাঁকে।


বন্ধু তুমি যেখানেই থাকো, শুধু ভালো থেকো তুমি,
বন্ধুর তরে, আমার হৃদয়ে, শত শত আছে চুমি।।


(২১এ এপ্রিল/২০২৩/ কলকাতা।)