# বৃষ্টির আলিঙ্গন # (অনুরাধা চক্রবর্ত্তী।)


বৃষ্টি তুমি দাও গো ধরা
    আলিঙ্গনে বিবস করো,
মান অভিমান সব ভুলে যাও
এখন কেবল অঝোর ঝরো।


জীবন মানেই মান অভিমান,
মনের  ঘরে প্রেমের সুর,
    আলিঙ্গনে অবশ হওয়া
কিংবা যাওয়া অনেকটা দূর ।


যখন তোমার নেই প্রয়োজন,
     তখন ঝরেছো বারবার;
আজকে এতো ডাকছি তোমায়,
নেইকো সময় আজ তোমার ।


মান অভিমান ভুলে গিয়ে,
ফিরে এসো, মাতাল করো,
ভালোবাসায় জেদ করেনা,
ভাসাও আমায় বক্ষে ধরো।