জীবনের কোলাজ


প্রতিটি জীবন এক একটি কোলাজ ছবির মতো,
প্রতি ছবির ভিতরে থাকে এক একটি রঙিন গল্প।
গল্পের রং গুলো সব ভিন্ন, ভালোবাসার রং, বিরহের রং, সূখ কিংবা শোকের রং সব ভিন্ন।
ভালোবাসার অনেক রং, কচি ঘাসের মতো সবুজ,
আবার তা গোলাপি,হলুদ আবার গভীর নীল। প্রকৃতির রঙের সাথে, রং পাল্টায় ভালোবাসা ,
পরিণত বয়সের মতো, পরিণত ভালোবাসা গভীর।
গভীর ভালবাসার রঙ কেমন, বলা মুশকিল হবে,
হতে পারে গোলাপী,কমলা,হলুদ,বা গভীর নীল ।
অনেকের জীবনে ভালোবাসা গভীর কালো রঙ,
জীবনে সে ছবিও কালো; উজ্জ্বল নয় সে ছবি।


তবুও জীবনের রং,জীবনের ছবি রয়ে যায় আমৃত্যু
এই রঙিন ছবি গুলোই মুহূর্ত, জীবন মুহুর্ত মালা।
তাই জীবন আসলে মুহূর্ত দিয়ে গড়া কোলাজ ছবি
মৃত্যুর মুহূর্ত টি হলো, জীবনের শেষ ছবি।