একটা দুটো তিনটে করে, রোজ অনেক কবিতা লিখছি /
দখল করছে ব্রেনও করোনা, তাই করোনা ই শুধু শিখছি।/
একটা দুটো তিনটে করে করোনা ছাড়ালো সারা দেশ _ /
মরছে মানুষ অনেক অনেক, তবে কী এবার মানুষ শেষ? /
তবে যে বলছে সবাই, পৃথিবী আবার শান্ত হবে_
নতুন বাতাসে বইবে জীবন, হাসবো আবার সবে;
     এখন বন্ধ থাকো সবাই ঘরে,
      কথা না শুনেই মানুষ মরে।
এমনিকরেইতো ইতালি, ফ্রান্স, স্পেন, আমেরিকা
রাশিয়া, জাপান .... কেউ পারেনিকো, কোনো ইউরেকা _ /
   তাই বলছি,বন্ধ থাকো ঘরেই সবাই _
   নয়তো রোগেই হবে সবাই জবাই ।
পথ চেয়ে থাকো, নতুন সূর্য উঠবে ভোরে
সরে যাবে এই কালো, অনেক দূরে।
হয়তো তখন, করোনায় অনেকেই গেছি মরে ....
তবুও যেনো বইবে সেদিন জীবনেরই গান, নতুন সুরে।।
      
     (৮ এপ্রিল/ ২০২০/ kolkata)