#  দ্যাখ কেমন লাগে #
এসেছিলে অত্যাচারী রূপে, হীন করতে আমায়,
ভেবেছিলে পার পেয়ে যাবে, নারীর ক্ষমায়।
যে কবিতা লিখেছো আমার নামে কারন ছাড়াই,
ভেবেছিলে মিথ্যা ঈঙ্গিত দিয়ে, অবলারে মাড়াই।


ঐ কবিতাই পাথর হয়ে, তোর বুকে যেনো বাজে,
তোর অপমান, তোর কবিতাই,রইবে সকল কাজে।
সকল পুরুষ পাশে আমার, কারন তাঁরা পুরুষ,
জেনে রাখিস হিংসুটে তুই, আস্ত কাপুরুষ।


দিন আসবে এমন, সবাই যেনো তোকে দেখে ভাগে,
ভেবেছিলি কলুষিত করবি আমায়, দ্যাখ কেমন লাগে।
    (কলমে অনুরাধা চক্রবর্ত্তী।)