একটা ঝড় উঠুক # (অনুরাধা চক্রবর্ত্তী।)


ঝড় উঠুক ঝড়,উড়ে যাক আবর্জনা আর যতো গড়বড়,
   নাহয় পড়ুক বাজ, শব্দ হোক কড়কড় ।
সুস্থ হোক পৃথিবী, সুস্থ হোক সমাজ,
প্রতিবাদে ভয় পেওনা, উঠুক নাহয় আওয়াজ।


নদীর ঘোলা জল সাফ হয় জোয়ারে ভেসে,
তেমনি সমাজের পাক দূর হয় জলে এসে।
তেমনি একটা জোয়ার চাই, তেমনি একটা ঝড়,
উঠুক আওয়াজ, ভয় পেওনা, পড়ুক বাজ কড়কড়।।