এসো মা শরতে* /অনুরাধা চক্রবর্ত্তী।

শিউলি ঝরে প্রভাত কালে,শিশির ভেজা ঘাস,
আকাশ জুড়ে ভাসে মেঘ, পাঁপড়ি রাঙায় আশ।
কাশবনে ছড়ায় রৌদ্র, পাকা ধানের হাসি,
খুশিতে ভোরে ওঠে মন, যেই বাজে পূজার বাঁশি।

বটের ছায়া কাঁপে ধীরে, কুয়াশা মাখা ভোর ,
শিউলি-গন্ধে  বাতাস ভরে, হৃদয় খোলে দোর।
ধরণী পায় নব সাজ, ঢাকের সুরে প্রাণ,
আজ  প্রাণেতে কেবল  মেশে  চিরন্তনী গান।

টগর বলে,"এসো মা",কাশের রাশি দিলো আহ্বান,
পথঘাট জুড়ে উৎসব বয় স্নিগ্ধ প্রেমেরই তান।
দুর্গা মা’র আলতা পায়ে ,নতুন আশার আলো ,
অন্ধকারেও আলো জ্বলে , পালায় অসুর সম কালো।

সিঁদুরে রাঙা সুর্যোদয়,বাজবে ঘন্টা, বাজবে ঢাক,
মা আসছেন খুব শিগগির আকাশপানেই চেয়ে দ্যাখ।
শঙ্খধ্বনি ভাসে দূরে, মহালয়ার তর্পন নদীর ঘাটে,
পিতৃভূমি পায় আশীর্বাদ,কাশির রাশি দুলছে মাঠে।
বধূরা দেয়  উলুধ্বনি, পূজা মন্ডপে মায়ের বরণ ,
জগত পায় পরিত্রাণ,  মাগো তব পায়ে স্মরণ।
অভয় মুদ্রায় হাসো মা, দূর হোক যাবতীয় ব্যথা—
শরৎ এলেই তুমি আসো, আলো হয়ে দাও দেখা।