# জঙ্গলের নিয়ম # (কলমে অনুরাধা চক্রবর্ত্তী।)


জঙ্গলের সোদা মাটির গন্ধ, ভেজা বাতাস,
         জানো’ কি , কাকে বলে?
জঙ্গলের বাতাস অনেক কথা বলে,
       সেখানে জঙ্গলের নিয়ম চলে।


ছোট্ট পাখিটা গাছে বসে ছিলো,হঠাৎ উড়ে গেলো,
জানবে কিছু ঘটতে চলেছে, সময়টা নয় ভালো।
ছোট্ট বাদর জলে নেমে, খাচ্ছিল যে জল,
জলটা হঠাৎ খারীড় মুখে, করছে যে টলমল;
কুমির এসে,হঠাৎ করেই, মুখে ভরলো বাঁদর ছানা,
হায়রে হায় একনিমেশে সব শেষ,আবার স্থির কচুরি পানা।


দুপুরবেলা একটি হরিণ খেতে এলো জল,
জলের ওপর গাছের ছায়া করছে যে টলমল।
হঠাৎ মৃদু আওয়াজ পেয়ে, হরিণ তাকায় পিছে,
সামনে জল, পিছনে বাঘ, হরিণ লাফায় মিছে।
ধরলো টুঁটি যম যে এসে, হরিণ গেলো মুখে,
হায়রে হরিণ বেঁচেই ছিলো, আজ সকালেও সুখে।


জংলী বাতাস ভারী হলো, বইলো ধীরে ধীরে,
ভয়ংকর চিত্র গুলো, মিশলো যেনো শিরে।