জীবন যুদ্ধ  কাকে বলে? কেমন  হয়  জীবন?  
যুদ্ধ হোলো, বাঁধা পেরিয়ে এগিয়ে চলা, আর বেঁচে থাকাই জীবন/
জীবন যুদ্ধে জয়ীহওয়া, ভীষন কঠিন আজ  _
জিততে গেলে শিখতে হবে, হরেক রকম কাজ।
জীবন তোমায় রোজ শেখাবে, নতুন নতুন পাঠ :
সবখানেতেই চ্যালেঞ্জ আছে, হাঠ কিংবা মাঠ ।
জীবন' ডাকে, এগিয়ে চলো, এগিয়ে চলো আরো _
প্রতিদিনের ভুল থেকে, শিক্ষা নিতেই পারো   ।


নতুন সূর্য, নতুন দিন, মানে জীবন থেকে একটি দিন কমা _ /
মনেরেখো, বারবার ভুল করলে, কেউ করেনা ক্ষমা।
জীবনযুদ্ধ সর্বত্র, জীবনই যুদ্ধ আজ   _
সকাল হতেই ছুটছে মানুষ, যুদ্ধং দেহি সাজ  ।
দুধের লাইন, রোগীর লাইন, বাসের লাইন বড়ো _
পেছন থেকে আসছে আওয়াজ, সরো একটু সরো ।
তুমি আমি ওরা সবাই সামিল, এই যুদ্ধে আজ  _
"চলে আয় তোরা,"লাইন দেওয়াই এইযুদ্ধের কাজ।


এই লাইনই একদিন হবে শশান মিছিলে শেষ _
আমাদের ফটো, সাদা মালাতে মানিয়ে যাবে বেশ।।