# কবিতার ঋণ # / (অনুরাধা চক্রবর্ত্তী।)


কবিতার কাছে অনেকটা ঋণী আমি,
তাইতো হাঁটছি কবিতাকে নিয়ে সাথে,
জানিনাতো আমি কতদূর এই পথ,
কতদূর গিয়ে, কবিতাকে নিয়ে থামি।


অনেক সন্ধ্যা তোমাকে নিয়েই থাকা,
অনেক দুপুর শুধু কবিতাই লেখা,
তোমাকে ছাড়া, একটাও দিন নেই,
তুমি ছাড়া জেনো জীবন শূন্য, ফাঁকা।


কবিতার পায়ে অনেক চোখের জল,
কবিতার কাছে অনেক দুঃখের বাতি,
কবিতার স্মৃতি অনেক শোক ভোলায়,
কবিতা ছাড়া এ জীবন নিস্ফল।


কবিতার প্রেমে আমি পড়ি বার বার,
কাঁধে নিয়ে ঘুরি ,সেই ভালোবাসাটার ঝুলি,
অনেক বিকেল তোমার আলোয় ভরা,
কবিতা হারালে, পথ নেই বাঁচবার।