# মন বসন্ত # /(অনুরাধা চক্রবর্ত্তী)


ফুল ফুটুক আর নাই ফুটুক, বসন্ত বইবে প্রানে,
সব জীবন এগিয়ে চলুক, বসন্ত ধারার টানে।
এ বসন্ত এগিয়ে রাখে, এ বসন্ত প্রাণের শক্তি,
এ বসন্ত পানে এগিয়ে যাওয়াই,সকল ক্লান্তি মুক্তি।


এ বসন্ত মানেনা বয়স, এ বসন্ত চির নবীন,
এ বসন্তে পড়ুক ধরা, সকল বৃদ্ধ - প্রবীন।
এ বসন্ত চলতে শেখাক, অনেকটা পথ আরো,
এ বসন্তে সামিল হতে, তুমিও আসতে পারো।


এ বসন্ত বাইরে রঙিন তো নয়, এ বসন্ত গভীর
এ বসন্ত ধূলা মাখা হোক, এ বসন্তে আবির।
এ বসন্ত ফুল ফোটাক, সকল প্রাণের মাঝে,
এ বসন্ত মাস মানেনা, আসুক সকাল সাঁঝে।।