মৃত্যু #


মৃত্যু যখন কেড়ে নেয় কোনো প্রাণ/
মরণের কাছে, সেতো জীবনেরই জয়গান।।
যে প্রাণ হারালো সময় আসার আগেই ,
কাজ ফুরানোর আগেই চললো, জীবন সুখের ত্যাগেই;
তারই তরে আজ অশ্রু ধারা ভেজাবে নয়ন কোল,
দিতে হবে বিদায়, একটি মন্ত্র, বলো হরি বোল!


পুরানো কথা আসবে মনে, পুরানো অনেক স্মৃতি,
সেই স্মৃতি মালা রয়ে যাবে প্রাণে,হবেনাকো বিস্মৃতি।
ডেকেছিলে তারে, কভু সখা বলে, কভু বলেছিলে ভাই,
পৃথিবী রইবে তেমনি নতুন, শুধু সে ভাই টি নাই।
মানব জনমে মেনে নিতে হয়, এই আগে পরে যাওয়া,
সে রইবে ভবে, পঞ্চভূতে মিশে, ঘুরবে তাঁরই হাওয়া।
তুমি ভালো থেকো, যেখানেই থাকো, পারলে আবার এসো,
এই পৃথিবীকে আর কর্মকে, আবার ভালোবেসো।